ঢাকা | বঙ্গাব্দ

বাউফল উপজেলার নাজিপুর ইউপির বড় ডালিমার একটি জু"য়া"র আসর থেকে নগদ অর্থ সহ ৬ জু"য়া"রি আ"ট"ক

  • আপলোড তারিখঃ 06-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 231698 জন
বাউফল উপজেলার নাজিপুর ইউপির বড় ডালিমার একটি জু"য়া"র আসর থেকে নগদ অর্থ সহ ৬ জু"য়া"রি আ"ট"ক ছবির ক্যাপশন: ১

এমআই হৃদয় ://

বরিশাল জেলার বাউফল উপজেলার নাজিপুর ইউপির বড় ডালিমার একটি জু"য়া"র আসর থেকে নগদ অর্থ সহ ৬ জু"য়া"রি আ"ট"ক  করা হয় ।  প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে জানা যায় যে,   জুয়ারীরা সময় ও টাকা নষ্ট করে এবং হেরে  গেলে মাথা ঠিক থাকে না।সমাজে ভিতর  মারামারি জগড়া লাগে।অনেক সময় নিহত আহত হয় জুয়া কে কেন্দ্র করে। জুয়ারীরা সংসারে জামেলার সৃষ্টি করে। নিজের বাচ্চাদের প্রতি ও ভালো আচরণ করা হয় না ।জুয়ারী চক্রের  দালাল  সিন্ডিকেটদের হাতে টাকা হেরে   যায়। তখনই  বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটিয়ে বেড়া । অতএব প্রশাসনের প্রতি  অনুরোধ জানানো হলো এই জুয়ারীদের জন্য কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন