এমআই হৃদয় ://
বরিশাল জেলার বাউফল উপজেলার নাজিপুর ইউপির বড় ডালিমার একটি জু"য়া"র আসর থেকে নগদ অর্থ সহ ৬ জু"য়া"রি আ"ট"ক করা হয় । প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে জানা যায় যে, জুয়ারীরা সময় ও টাকা নষ্ট করে এবং হেরে গেলে মাথা ঠিক থাকে না।সমাজে ভিতর মারামারি জগড়া লাগে।অনেক সময় নিহত আহত হয় জুয়া কে কেন্দ্র করে। জুয়ারীরা সংসারে জামেলার সৃষ্টি করে। নিজের বাচ্চাদের প্রতি ও ভালো আচরণ করা হয় না ।জুয়ারী চক্রের দালাল সিন্ডিকেটদের হাতে টাকা হেরে যায়। তখনই বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটিয়ে বেড়া । অতএব প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হলো এই জুয়ারীদের জন্য কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য।